দাঁত ব্যথার কারন ও প্রতিকার


ফার্মেসী প্রেসক্রিপশনঃ (আজকের বিষয়: দাঁত ব্যথা) দাঁতের ব্যথার কারণগুলো কী? আমাদের বিভিন্ন কারণে দাঁতের ব্যথা হতে পারে। যেমনঃ বিভিন্ন দাঁতের রোগ, দন্ত ক্ষয়, দাঁতে ফোঁড়া হওয়া, মাড়ির রোগ, ভাঙ্গা দাঁত, চোয়ালের অস্বাভাবিকতা, অপারেশন পরবর্তী দাঁতের ব্যথা, দাঁতের স্তরের ক্ষত ইত্যাদি। দাঁতের ব্যথা যে বিষয়গুলোর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে? নেশা জাতীয় দ্রব্য গ্রহনঃ নেশা জাতীয় বিভিন্ন দ্রব্য গ্রহন করলেও এই সমস্যা দেখা দেয়। যেমনঃ পান, তামাক, জর্দ্দা, গুল, সিগারেট, বিড়ি প্রভৃতি। ডায়াবেটিসঃ দূর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা (নির্দিষ্ট কিছু ঔষধ যেমন- ক্যান্সারের কেমোথেরাপির জন্য ব্যবহৃত ঔষধ বা কোনো রোগ। যেমন- এইচ-আই-ভি/এইডস এর কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া) ধূমপানঃ জেরোস্টোমিয়া (নির্দিষ্ট কিছু ঔষধ ব্যবহার, মাথায় বা ঘাড়ে আঘাত পেলে, রেডিয়েশন থেরাপির পরে বা শোগ্রেন্স সিন্ড্রোমের কারণে মুখ গহ্বর শুষ্ক হয়ে যাওয়া) অস্বাভাবিক খাদ্যাভাসের কারণে দাঁতের ব্যথা মারাত্মক হয়ে উঠতে পারে। কিশোর-কিশোরী ও বয়স্কদের এই সমস্যা বেশি হয়। কিভাবে দাঁত ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়? দুইবেলা সঠিক নিয়মে দাঁত ব্রাশ করার পাশাপাশি দাঁতের প্রতি যত্নবান হতে হবে। তারপরও দাঁতের ব্যথা হলে যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের শরণাপন্ন হতে হবে এবং পরামর্শ অনুযায়ী বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। কী ধরনের টুথপেস্ট ব্যবহার করতে হবে? বিভিন্ন সময় বিভিন্ন টুথপেস্ট ব্যবহার করা উচিত। বাজারে বিভিন্ন ধরনের টুথপেস্ট পাওয়া যায়, তাই দাঁতের ব্যথা নিয়ন্ত্রণে ডেন্টিস্টের শরণাপন্ন হয়ে তার পরামর্শ অনুযায়ী টুথপেস্ট ব্যবহার করতে হবে। দাঁত ব্যথার সমাধানে করণীয় কী? যত্ন, যত্ন, যত্নবান আর সচেতনতাই পারে দাঁত ব্যথার হাত থেকে রক্ষা করতে। তারপরও দাঁতের ব্যথা হলে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবে, তৎক্ষণাৎ ডেন্টিস্টের কাছে যাওয়া সম্ভব না হলে নিম্নলিখিত উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। * দাঁতের ব্যথা কমানোর খুবই সহজ উপায়গুলোর মধ্যে একটি হল একটু গরম পানিতে লবন মিশিয়ে কুলি করা। এটি দাঁত এবং মাড়ির ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এক গ্লাস গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে নিন। কিছুক্ষণ গড়গড়া করে কুলি করে নিন। এভাবে দিনে কয়েকবার ব্যবহার করুন। * হাইড্রোজেন পার অক্সাইড মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে হবে। Writer : MottalibPharmacist

মন্তব্যসমূহ

All posts

ঘুমের মধ্যে পায়ে টান লাগার কারন ও প্রতিকার

জেনে নিন কোন ড্রাগের সাথে কোন ড্রাগ নেয়া ঠিক না