কারা অধিদপ্তরে ফার্মাসিস্ট পদে পরীক্ষা অনুষ্ঠিত


। শুক্রবার বিকেল ৩ টায় একযোগে নবকুমার ইনস্টিটিউশন ও ডা. শহীদুল্লাহ কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বুয়েট ক্যাম্পাসে ৩রা অক্টোবর প্রকাশিত কারা অধিদপ্তরে ৩৬ জন ফার্মাসিস্ট নিয়োগ বিজ্ঞপ্তির লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৩৫২৭ জন ফার্মাসিস্টকে লিখিত পরিক্ষার জন্য বাছাই করেন কারা কর্তৃপক্ষ। ১ ঘন্টার লিখিত পরিক্ষায় (বাংলা ১৫, ইংরেজি ১৫, অংক ১০, সাধারণ জ্ঞান ৫ ও ফার্মাকোলজি ২৫) মোট ৭০ নম্বারের পরিক্ষা হয়। জানা গেছে এতে ফার্মেসী কাউন্সিল হইতে পাশ ও রেজিস্ট্রেশন প্রাপ্ত ডিপ্লোমা ও বি-ফার্ম এবং কারিগরি বোর্ড থেকে ফার্মেসী টেকনোলজি পাশ ডিপ্লোমা ধারী পরিক্ষায় অংশ গ্রহন করেন। ফার্মাসিস্টরা দাবি করেন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য প্রকাশিত নিয়োগ বিধীতে ফার্মাসিস্ট নিয়োগে ফার্মাসিস্ট কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন বাধ্যতা মূলক করা হয়েছে তবুও কারা অধিদপ্তর কারিগরি বোর্ড হইতে পাশ করা ভূয়া ও অবৈধ ফার্মেসী টেকনোলজিদেরগ ফার্মাসিস্ট পোষ্টে পরিক্ষা দেওয়ার সুযোগ দেওয়ায় ফার্মাসিস্টরা তিব্র ক্ষোভ প্রকাশ করে এবং সেইসাথে কয়েকজন ফার্মাসিস্ট পরিক্ষা বর্জন করে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

All posts

ঘুমের মধ্যে পায়ে টান লাগার কারন ও প্রতিকার

দাঁত ব্যথার কারন ও প্রতিকার

জেনে নিন কোন ড্রাগের সাথে কোন ড্রাগ নেয়া ঠিক না